নগরীর পতেঙ্গা থানাধীন ৪১নং ওয়ার্ড কাঠগড় চরপাড়া সাগর পাড় এলাকায় এক মানববন্ধনের আয়োজন করা হয়। অদ্য (২ অক্টোবর) শনিবার বিকেল ৫ ঘটিকার সময় মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়ন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, লাইটার শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি তালেব উল্লাহ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি ক্যাপ্টেন মোহাম্মদ শফি। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য আলম কবির, গিয়াস উদ্দিন মনির সহ বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দ। মানববন্ধনে খোরশেদ আলম বলেন, বিগত ২০১৯ সালে আমাদের এই ঘাটটি ছিল শঙ্খ নদীতে। এরপরে বন্দরের চেয়ারম্যান সেই শঙ্খ নদীর ঘাটটি পরে আমাদেরকে দেয় মুসলিমাবাদ চরপাড়া এলাকায়। বর্তমানে চরপাড়ার এই ঘাটটি নেওয়ার জন্য বহিরাগত কিছু লোক পাইতারা শুরু করেছে। বর্তমানে এই ঘাটের ভাড়া বেশি নেওয়া হচ্ছে। আমরা যারা শ্রমিক আছি আমরা সবাই চাই এই ঘাটটি সবার জন্য উন্মুক্ত করা হোক। বর্তমানে যে ঘাট রয়েছে এর পাশাপাশি আরও দুটি বা তিনটি ঘাট নতুন করে করার জন্য বন্দরের চেয়ারম্যানের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। বর্তমানে আমাদের লাইটার জাহাজগুলো ঠিকমত পার্কিং করতে পারছিনা। পার্কিংয়ের অভাবে আমাদের জাহাজগুলো এলোমেলোভাবে পড়ে থাকে। তিনি বলেন, বিভিন্ন সময় ঘাটে উঠানামা করতে দুর্ঘটনার শিকার হতে হয় সাধারণ মানুষ সহ ঘাটের শ্রমিকদেরকে। আমাদের একটাই দাবি, নতুন করে আরও তিনটি ঘাট করে দেওয়া হোক।