নগরীর ইপিজেড এলাকায় লরির চাকায় পিষ্ট হয়ে মমি বড়ুয়া তিন্নি (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টায় সিমেন্ট ক্রসিং কাজির গলি সংলগ্ন মূল সড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মমি বড়ুয়া নগরীর বায়েজিদের অক্সিজেন এলাকার পাঠানপাড়া চার রাস্তার মোড়, বাদশা কলোনির মৃত চিত্ত রঞ্জন বড়ুয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মমি বড়ুয়া শহরের যাওয়ার পথে লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানা ওসি কবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে নিহত মমি বড়ুয়ার লাশ উদ্ধার করেছে। তিনি পতেঙ্গা সী-বিচে বেড়াতে এসেছিলেন। বাড়ি ফেরার পথে লরিচাপায় তার মৃত্যু হয়।