নগরীর পতেঙ্গা ওয়ার্ডের মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রায় ৪শতাধিক ছাত্র-ছাত্রীর ব্লাড পরীক্ষা কার্যক্রম ২০নভেম্বর, শনিবার সকাল সাড়ে১০টায় স্কুল প্রাঙ্গণে সম্পন্ন হয়।
স্বেচ্চাসেবী-মানবিক সংগঠন হিউম্যান এইড পতেঙ্গার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের দাতা সদস্য,সমাজসেবী মোঃ লোকমান কন্ট্রাকঃ,স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফজলে আনোয়ার, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং(কাটগর)শাখার পরিচালক টিটু দেব,স্পন্সর প্রতিষ্টান মেডিসেইভ এর পরিচালক মোঃ আরিফ,হিউম্যান এইড ব্লাড ব্যাংকের সমন্বয়কারী মোঃসাইফুল ইসলাম(শোহা)।
সংগঠনের সভাপতি-মোঃমিজানুর রহমান,সাঃসম্পাদক-মোজাম্মেল হোসাইন অনিক সহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্কুলের ছাত্র-ছাত্রীদের সরকার ঘোষিত ইউনিক আইডি কার্ড তৈরিতে ব্লাড গ্রুপ নির্ণয়ের অংশ হিসেবে সংগঠনটি পতেঙ্গা-হালিশহর এলাকায় বিনামূল্যে এই আয়োজন করছেন বলে প্রতিষ্ঠানের সভাপতি মিজানুর রহমান জানিয়েছেন।