পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষদের ইফতার বিতরণ করেছে শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগ। শনিবার বিকেলে নগরীর দুই নাম্বার গেইট এলাকায় ২০০ জন সুবিধাবঞ্চিতের মাঝে ইফতার বিতরণ করে সংগঠনটি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের উপ বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক শেখ সরফু্দ্দিন সৌরভ। এসময় তিনি বলেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী নগরীর মেহনতি ও দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে মহানগর ছাত্রলীগের বিভিন্ন শাখাগুলো।তারই অংশ হিসেবে ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ ইফতার বিতরণ করছে।তিনি তাদের এই আয়োজনের সাথে একাত্মতা পোষণ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সংগঠক আজফার ইকতিদার শাফি বলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে এবং মহানগর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি তালেব আলী ভাইয়ের নির্দেশে এই ইফতার বিতরণ করা হচ্ছে। আগামী বছর থেকে এই কর্মসূচি আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে আমাদের। এতে আরও উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মহানগর ছাত্রলীগের অন্যতম সংগঠক ইফরাদ উদ্দিন শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগ নেতা প্রান্ত চৌধুরী, হামিদুুল হক রিপন, মোঃ আশরাফ, রাহাত আলী (তন্ময়),ইমন দাশ, রায়হান ইসলাম চৌধুরী, মোঃ মিনহাজুল হক সাকিব ও প্রমুখ।