বাংলাদেশ তরিকত পরিষদের (বিটিপি) কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। ২৮ এপ্রিল (শুক্রবার) বিকেলে ঢাকার মীরপুরস্থ হযরত শাহ্ আলী বোগদাদি (রঃ) মাজার এলাকায় আয়োজিত এক সমাবেে এ কমিটি গঠন করা হয়।
.
সমাবেশে সভাপতিত্ব করেন খান্দানী দরবার শরীফের পীর শাহসুফি আবুল বাশার খান্দানী। বাংলাদেশ তরিকত পরিষদের মহাসচিব ডা. শামসুল আলম চিশতির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা জাকির হোসাইন আল কাদরী, শাহসুফি আল্লামা আবু হানিফ নুরী, ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ রাহে ভান্ডারী আল কাদেরী, সৈয়দ আলী রেজা পাহলভী হায়দার, শাহসুফি আবুল বাশার মাইজভান্ডারী, শাহসুফি সৈয়দ মাজেদুল হক চাদপুরী, পীরজাদা আব্দুল আলীম অভি, আল কাদরী আল বৈরাবরী, শাহজাদা ছৈয়দ ছরোয়ার আলম (শাহ মিডু), শাহ আশেক মুর্শেদ ওয়াইছি সহ বিভিন্ন দরবারের পীর মাশায়েখগণ।
পরে খন্দকার আবুল বাশার খান্দানীকে সভাপতি, ডা. শামসুল আলম চিশতিকে সাধারণ সম্পাদক ও পীরজাদা আব্দুল আলীম অভি আল কাদরী আল বৈরাবরীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
নবগঠিত উক্ত পরিষদের প্রেসিডিয়াম মেম্বার চট্টগ্রাম দরবার শরীফের মহান সাজ্জাদানশীন হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা.) তার বক্তব্যে বলেন, এ সংগঠনকে এগিয়ে নিতে হলে, মওলা আলী (ক.) ও মওলা হোসাইনের (র. ত্যাগের মহিমায় নিজেকে মহিমান্বিত করতে হবে। ত্যাগের মানষিকতা নিয়ে এসে মওলা নবী মোহাম্মাদুর রাসুলুল্লাহ (দঃ)’র আদর্শকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের প্রয়াস চলিয়ে যেতে হবে।