সিএমপি পতেঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব আনিসুর রহমানের নেতৃত্বে, এসআই/ জসীম উদ্দীন, এসআই/ শাহাদত হোসেন, এসআই/ ফরিদ আহমেদ, এসআই/ মোঃ ফিরোজ, এএসআই/ নিশান কুমার দে, এএসআই/প্রনব দাশ ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৬/০৫/২০২৩ খ্রিঃ পতেঙ্গা মডেল থানাধীন উত্তর পতেঙ্গার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় মোঃ বাদশা, মাহাবুর রহমান, মোঃ আলমগীর হাওলাদার, নাহিদ হোসেন, মোঃ জাহিদ আলম, উম্মে কুলসুম, স্বপনা আক্তার, মাজিদা আক্তার, জেসমিন বেগম ও রুনিয়াকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানার মামলা নং- ৫০/২৩, তারিখ-১৭-০৫-২০২৩ রুজু হয়।