সীতাকুন্ডের সলিমপুর থেকে ধর্ষণ মামলায় ইকবাল (১৯) ও মোঃ রনি (২২) দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। থানায় দায়ের করা মামলা সূত্রে জানা যায়, গত ২৮ আগষ্ট উপজেলার ১০ সলিমপুর ইউনিয়নের এক নং ওয়ার্ড এলাকায় রাত সাড়ে আটটার সময় বাসা থেকে বাড়ির পাশে একটি মক্তবে পড়তে যাওয়ার সময় আসামী ইকবাল ও রনি তরুণী (১৬) কে একটি ব্যাটারী চালিত রিক্সায় তুলে সলিমপুর এলকার সিডিএ খেলার মাঠে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। গ্রেফতারকৃত ইকবাল সাতকানিয়া থানার দোহাজারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত সামছুল ইসলামের ছেলে এবং মোঃ রনি সীতাকুণ্ড থানার পনিহছিলা এলাকার মোঃ রহিমের ছেলে। তারা দুইজনই দীর্ঘদিন ধরে ফৌজদারহাটস্থ জলিল টেক্সটাইল এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে। সীতাকু- মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ধর্ষণ মামলা ৫১/৯ (৩) ধারায় ২০০ সনের নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইজনকে গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়
সীতাকুন্ডে তরুণীকে ধর্ষণ, দুই ধর্ষক গ্রেফতার
